Site icon দৈনিক মাতৃকণ্ঠ

খাগজানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক রাম চন্দ্র দাসের পিতা-মাতার স্মরণ সভা অনুষ্ঠিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউপির খাগজানা গ্রামে গতকাল ২৫শে আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ও যুগ্ম-সচিব রাম চন্দ্র দাসের পিতা নারায়ন চন্দ্র দাস ও মাতা সন্ধ্যা রাণী দাসের স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবলু কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ও যুগ্ম-সচিব রাম চন্দ্র দাস, স্কুল ফিডিং প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর(উপ-সচিব) মোঃ রিজাউল ইসলাম চৌধুরী, রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম, পাংশার এসিল্যান্ড শেখ রাশেদউজ্জামান, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম ও এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহম্মদ আবদুল ওয়াহাব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যাপক নিরঞ্জন কুমার দাস, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ সহিদুর রহমান, খাগজানা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবনাথ সরকার, পাংশা আইডিয়াল গার্লস কলেজের সহকারী অধ্যাপক লিটন কুমার বিশ্বাস, পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার খোন্দকার সফিকুল ইসলাম, খাগজানা উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। স্মরণ সভায় ভক্তিগীতিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।