॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ সোলার সিস্টেম ২০১৬-২০১৭ কর্মসূচী বাস্তবায়নে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।
দু’টি পর্যায়ে প্রায় ১ কোটি ৮৮ লাখ ২৯ হাজার ৬৭৫ টাকা ব্যয়ে মোট ২০২টি সোলার প্যানেল স্থাপনে চুক্তিবদ্ধ হয় এনজিও দিশা। কিন্তু নির্দিষ্ট সময়ে কর্মসূচী বাস্তবায়ন না হওয়ায় এ নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানাযায়, পাংশা উপজেলায় দু’টি পর্যায়ে প্রায় ১ কোটি ৮৮ লাখ ২৯ হাজার ৬৭৫ টাকা ব্যয়ে মোট ২০২টি সোলার প্যানেল স্থাপনে গত ২৩শে মার্চ তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল ও এনজিও দিশা’র ডাইরেক্টর(সোলার) মোঃ এনামুল হক সালামের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। চলতি আগস্ট মাসের ১৫ই তারিখের মধ্যে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারিত হলেও অনেক স্থানে এখনো সোলার প্যানেল স্থাপন করা হয় নাই।
এ ব্যাপারে পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সোলার প্যানেল স্থাপন প্রকল্প বাস্তবায়নে এনজিও দিশা’র সাথে চুক্তি করা হয়েছে। চুক্তিপত্র অনুযায়ী অগ্রিম ৫০% অর্থ পরিশোধ করা হয়েছে। কিন্তু দিশা কর্তৃপক্ষের চুক্তি বাস্তবায়নে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।
এ ব্যাপারে দিশা’র ডাইরেক্টর(সোলার) মোঃ এনামুল হক সালামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রকল্প বাস্তবায়নে চেষ্টা করা হচ্ছে। এ পর্যন্ত প্রথম ফেজে ৭০% এবং দ্বিতীয় ফেজে ৫০% কাজ সম্পন্ন হয়েছে বলে দাবী করেন তিনি।