Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বানীবহে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৫৩৮টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

॥ইউসুফ মিয়া॥ রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল ২৪শে আগস্ট সকালে বানীবহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ইউনিয়নের ৫৩৮টি পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করা হয়।
বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল হক মন্ডল দারোগালী, বানীবহ ইউনিয়ন ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান হবি, জিয়াউর রহমান জিয়া ও আব্দুল হালিম খানসহ অন্যান্য সদস্যগণ এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী বলেন, সরকার দুর্গত জনগণের পাশে আছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্ত সবপরিবারের মধ্যেই ত্রাণ বিতরণ করা হবে। কেউ বাদ যাবে না।