॥মোখলেছুর রহমান॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের আয়োজনে গতকাল ২২শে আগস্ট বিকেলে গান্ধিমারা বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ হোসেন মাস্টারের সভাপতিতেত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের সদস্য এবং কালুখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিজানুর রহমান মজনু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, মদাপুর ইউপির চেয়ারম্যান আবুল কালাম মৃধা, মদাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তফা জামান জবেদ, মনিরুজ্জামান মবি চৌধুরী, মাওলানা সাদেকুর রহমান, আওয়ামী লীগ নেতা মোঃ মাসুদ হাসান, কালুখালী উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহিদুল ইসলাম সুমন, মদাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান রোকন প্রমুখ।
এ সময় কালুখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সোহেল রানা, মদাপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য আসাদুজ্জামান তুরান, ৩নং ওয়ার্ডের সদস্য লতিফ মোল্লা, ৪নং ওয়ার্ডের সদস্য জিল্লাল উদ্দিন মোল্লা, ৭নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান, ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ বিল্লাল হোসেন, ৯ নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগ নেতা মাহমুদুল হাসান শাহিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রিপন দেওয়ান, সৌরভ প্রামানিক, কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজির হোসেনসহ মদাপুর ইউনিয়ন আওয়ামী লীহ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মজনু বলেন, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে আমাদের স্বাধীনতা বিরোধী পাকিস্তানী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে এদেশের মধ্যে থাকা কিছু কুলাঙ্গার আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে। কিন্তু বঙ্গবন্ধুর প্রতি বাংলার মানুষের অফুরন্ত ভালবাসার কারণে তাদের কোন ষড়যন্ত্রই সফল হয়নি। বাংলার মানুষ তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে দেশের শাসনভার তুলে দিয়েছে।
তিনি আগামী নির্বাচনে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে পুনরায় নির্বাচিত করতে দলীয় নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদেকুর রহমান।