Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে ২১শে আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

॥মোখলেছুর রহমান॥ ২০০৪ সালের ২১শে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল ২১শে আগস্ট বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খায়ের, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান আরাফাত হোসেন ও জাকির হোসেন মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী, মদাপুর ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তন্ময় চক্রবতী শম্ভু, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার আনিছুল হক বাবু, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ আজিজ, মদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ রশিদ, আঃ জলিল মাস্টার প্রমুখ।
সভাপতির বক্তব্যে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্টের হামলা আর ২০০৪ সালের ২১শে আগস্টের হামলা একই সূত্রে গাঁধা। ৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও একইভাবে হত্যা করার জন্য ২০০৪ সালের ২১শে আগস্ট হামলা করা হয়। তিনি ২১শে আগস্টের হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এছাড়াও তিনি গত ২০শে আগস্ট রতনদিয়া ইউপির ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলীকে অস্ত্রের মুখে অপহরণের ঘটনার নিন্দা জানান এবং তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।
এছাড়াও তিনি আগামী নির্বাচনকে সামনে রেখে উপজেলা মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়িত্ব নিয়ে কাজ করার আহবান জানান।
আলোচনা শেষে ২১শে আগস্টের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক এ.কে.এম শওকত আলী খান।