॥ইউসুফ মিয়া॥ রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল ২০শে আগস্ট সকালে চন্দনী ইউনিয়ন পরিষদে চন্দনী ইউনিয়নের বন্যার্ত প্রায় ৬শত পরিবারের মধ্যে ১০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম মনোয়ার মাহমুদ এবং চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বন্যা দুর্গতদের ধৈর্য্যরে সাথে পরিস্থিতি মোকাবেলার আহবান জানিয়ে বলেন, বন্যার্তদের বিষয়ে সরকার অত্যন্ত সজাগ রয়েছে। শুধু ত্রাণ বিতরণই নয়, বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনও করা হবে।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, যারা বন্যায় পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন তাদের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীও সমব্যাথী। তিনি আমাদেরকে দুর্গতদের পাশে দাঁড়ানোর এবং প্রয়োজনীয় ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছেন। আমাদের ত্রাণের কোন সংকট নাই। আমরা আপনাদের দুর্দশা লাঘবে সচেষ্ট রয়েছি।