॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝে গতকাল ১৯শে আগস্ট সকালে ত্রাণ বিতরণ করা হয়েছে।
চর আফড়া স্লুইজগেট বাজারে গতকাল শনিবার ১১টার দিকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
তিনি বলেন, বন্যার কারণে এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আমরা বন্যা দুর্গত মানুষের পাশে আছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা কবলিত মানুষের সহায়তার জন্য চাল বরাদ্দ দিয়েছেন। তিনি বলেন, এবারে চীন ও ভারতেও অতিরিক্ত বৃষ্টি হয়েছে। ওই পানি গড়িয়ে আমাদের এলাকা প্লাবিত হয়েছে। এমপি জিল্লুল হাকিম আরো বলেন, বন্যা দুর্গত মানুষের দুঃখ কষ্ট নিরসনে এবং পদ্মা নদীর বেড়ী বাঁধের বর্তমান অবস্থা দেখতে পানি সম্পদমন্ত্রী এলাকায় আসবেন। ইতোমধ্যে আমি তাঁর সাথে কথা বলেছি, তিনি এলাকায় আসার সম্মতি জ্ঞাপন করেছেন। সকলকে ধৈর্যসহকারে বন্যা পরিস্থিতি মোকাবেলার আহবান জানান তিনি।
ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আব্দুর রহমান, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, হাবাসপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মন্ডল, কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন ও মোঃ আবু মুসা, হাবাসপুর ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
জানাগেছে, হাবাসপুর ইউপির শাহমীরপুর, চরঝিকড়ী, চরআফড়া, পূর্ব চরআফড়া, চররামনগর ও নারানদিয়াপাড়া গ্রামের বন্যা কবলিত ১হাজার পরিবারের মাঝে প্রত্যেকের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।