॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী পৌর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন গতকাল ১৯শে আগস্ট অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ইকবাল চৌধুরী রাজীব চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে সাবিব ট্রেডার্সের মোঃ নুরুদ্দীন ৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি সনি ইলেক্ট্রনিক্সের মোঃ মোয়াজ্জেম হোসেন জিল্লু পেয়েছেন ৫৮ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ফারুক আহম্মেদ।
সাধারণ সম্পাদক পদে সাইদুল হাসান জনি ৮৪ ভোটে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি রংধনু বাংলাদেশের মোঃ টুটুল মিয়া পেয়েছেন ৩৭ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে পজিটিভ ফ্যাশনের মোঃ ইয়াছিন খান ৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ডিশ সার্ভিসিং সেন্টারের শেখ রাজন পেয়েছেন ৪৯ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ হাবিবুর রহমান হাবিব ৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি সুজন এন্টারপ্রাইজের মোস্তাফিজুর রহমান মিনু পেয়েছেন ৩৯ ভোট। ধর্মীয় সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মোঃ মুকুল খান।
কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মোঃ মিনহাজুল সিরাজ হিমেল। দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেবদাস। প্রচার সম্পাদক পদে বিথি ফুল ঘরের সাইদুল ইসলাম মনির ৬২ ভোটে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি বন্ধু কালেকশনের শাহ জালাল পেয়েছেন ৫৪ ভোট।
সদস্য পদে খালেক লেপ স্টোরের মোঃ আঃ খালেক ৮৮, নিউ ঢাকা ব্যাটারী সার্ভিসের মোঃ ইদ্রিস সেখ ৮০ ও নজরুল কম্পিউটার্সের মোঃ নজরুল ইসলাম ৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সদস্য পদে পরাজিত হওয়া আজাদ আহম্মেদ স্বাধীন পেয়েছেন ৬০ ভোট।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে রাজবাড়ী পৌরসভার সচিব হেমায়েত হোসেন, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে মোঃ নিজাম উদ্দিন ও শরীফ মোঃ জিল্লুর রহমান এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে মাহবুব রহমান দায়িত্ব পালন করেন।
নির্বাচনে সভাপতি পদে ২, সাধারণ সম্পাদক পদে ২, সহ-সাধারণ সম্পাদক পদে ২, সাংগঠনিক সম্পাদক পদে ২, প্রচার সম্পাদক পদে ২, ক্রীড়া সম্পাদক পদে ২ ও কার্যকরী সদস্য পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ১৩০ জন। তার মধ্যে ১২৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন ছিলো পুলিশ সদস্যরা।
উল্লেখ্য, গত বছর নির্বাচন পরিচালনাকারী আহবায়ক কমিটি দায়িত্ব গ্রহণ করেছিলেন। তারা মার্কেটের ব্যবসায়ীদের সাথে আলোচনা ও ভোটার তালিকা প্রণয়নপূর্বক সুষ্ঠুভাবে নির্বাচনের ব্যবস্থা করেন।