Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বন্যা, নদী ভাঙ্গন ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য রাজবাড়ীর ৪টি উপজেলায় ১৫৬টন জিআর চালসহ ২লক্ষ টাকা বরাদ্দ

॥স্টাফ রিপোর্টার॥ চলমান বন্যা, নদী ভাঙ্গন ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য গতকাল ১৬ই আগস্ট রাজবাড়ীর ৪টি উপজেলার (সদর, গোয়ালন্দ, পাংশা ও কালুখালী) উপজেলা নির্বাহী অফিসারদের অনুকূলে ১৫৬.৫১০ মেট্রিক টন জিআর চাল ও ২লক্ষ টাকা (জি.আর ক্যাশ) থোক হিসেবে উপ-বরাদ্দ দিয়েছেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৩৩.০২০ মেট্রিক টন চাল ও ১ লক্ষ টাকা, গোয়ালন্দ উপজেলায় ৭৫ মেট্রিক টন চাল ও ১লক্ষ টাকা, পাংশা উপজেলায় ১০ মেট্রিক টন চাল এবং কালুখালী উপজেলায় ৩৮.৪৯০ মেট্রিক টন চাল উপ-বরাদ্দ দেয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়/দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ১০ কেজি করে চাল অথবা নগদ ৫শত টাকা করে উপ-বরাদ্দকৃত চাল ও অর্থ বিতরণ করা হবে।
উপ-বরাদ্দকৃত চাল/টাকা সংশ্লিষ্ট ইউনিয়ন ট্যাগ অফিসারের উপস্থিতিতে ও তার তত্ত্বাবধানে মানবিক সহায়তা কর্মসূচী বাস্তবায়ন নির্দেশিকা ২০১২-২০১৩ ও সরকারী বিধি-বিধান পালন পূর্বক সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করাসহ বিতরণের বিষয়টি প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়াকে অবহিত করতে উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।