॥আবুল হোসেন॥ পদ্মা নদীতে অস্বাভাবিক গতিতে পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বাড়ায় নদীতে প্রচন্ড স্রোত দেখা দেওয়ায় রাজবাড়ী জেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরী পারাপারে দ্বিগুন সময় লাগছে। ঘাট ও ফেরী স্বল্পতার কারণে উভয় ঘাটে আটকা পড়ছে গাড়ি। দুর্ভোগের শিকার হচ্ছেন আটকে থাকা গাড়ি চালক ও যাত্রী সাধারণ। গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ৪৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় জানায়, পানি বৃদ্ধিতে গত সোমবার সন্ধ্যার পর দৌলতদিয়ার ৪নম্বর ফেরী ঘাটের র্যাম্প তলিয়ে যায়। গতকাল ভোর থেকে ওই ঘাট দিয়ে যানবাহন ফেরীতে ওঠানামা বন্ধ রয়েছে। ঘাটটি টেনে হাই ওয়াটার লেভেলে(উচ্চ স্তরে) নেওয়ার ব্যবস্থা না থাকায় কর্তৃপক্ষ দুপুরের পর বাধ্য হয়ে সাবেক ২নম্বর ঘাটটিতে স্থানান্তর করে। বাকি তিনটি ঘাট চালু থাকলেও নতুন প্রস্তাবিত চালু হওয়া ১নম্বর ঘাটটি বর্তমান ঘাট থেকে অনেকটা উজানে হওয়ায় স্রোতের কারণে সামনে উজাতে না পেরে সহসা ঘাটটিতে ফেরী ভিড়ছেনা। আগে যেখানে এই নৌপথে একটি ফেরী নদী পাড়ি দিতে সময় লাগতো ৩০ থেকে ৩৫ মিনিট সেখানে সময় লাগছে এক ঘন্টারও বেশি। এই নৌপথে ছোট-বড় মোট ১৬টি ফেরী চললেও বর্তমানে চলছে ১২টি। বাকি দুইটি বড় ফেরী যান্ত্রিক ক্রটিতে বিকল হয়ে ভাসমান কারখানায় পড়ে আছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক(মেরিন) আব্দুস ছাত্তার জানান, দুপুরের পর ঘাটটি দুই নম্বর ঘাটে স্থানান্তরিত হবে। ফেরী ও ঘাট সমস্যায় ফেরী ঘাট থেকে দৌলতদিয়া-খুলনা জাতীয় মহাসড়ক থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার লম্বা চারলেন সড়কের পশ্চিমে শুধু পণ্যবাহি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার লম্বা আরেক লাইনে বাস ও অন্যান্য গাড়ি থাকতে দেখা যায়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, মূলত পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় প্রচন্ড স্রোত দেখা দিয়েছে। ফেরী স্বল্পতার কারণেও উভয় ঘাটে গাড়ি আটকে থাকছে। এছাড়া দুই পাড়েই কিছুটা ঘাট সমস্যা রয়েছে। যে কারণে গাড়ি আটকা পড়ছে।