Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

॥শিহাবুর রহমান॥ নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন। এরপর সকাল ৮টায় দলীয় কার্যালয়ের মুক্ত মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ৮টায় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীর অংশগ্রহণে শোকর‌্যালী বের হয়। র‌্যালী সহকারে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শুরু হয় দলীয় কার্যালয়ে পবিত্র কোরআনখানী। দুপুর ২টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও রাজবাড়ী সংরক্ষিত মহিলা আসন-৩৮ এর সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার সালমা বেগম,পিপিএম-সেবা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, মহম্মদ আলী চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী ইরাদত আলী ও জেলা আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।