॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপির বহলাডাঙ্গা গ্রামের জনৈক নেপাল মৃধার বাড়ীর সামনে রাস্তার উপর গতকাল ১৫ই আগস্ট রাত সাড়ে ৭টার দিকে প্রতিপক্ষের গুলিতে চরমপন্থী সন্ত্রাসী আলী জামান মন্ডল(৪৫) গুলিবিদ্ধ হয়েছে। সে বহলাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের মৃত আজাহার মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, বহলাডাঙ্গা বাজার থেকে মোটর সাইকেলে নিজ বাড়ীতে যাওয়ার পথে ৫/৬জনের একটি সন্ত্রাসী দল তার মোটর সাইকেল গতিরোধ করে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ১টি গুলি তার ডান কাঁধে বিদ্ধ হয়। অপর ১টি গুলি তার কানের কাছ দিয়ে যায়। পূর্ব দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটনায় বলে জানা গেছে।
ঘটনার পরপরই স্থানীয়রা গুলিবিদ্ধ আলী জামানকে পাংশা হাসপাতালের নিয়ে ভর্তি করে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পাংশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সুত্র জানায়, আলী জামান মন্ডল পাংশা উপজেলার দক্ষিণাঞ্চলের চরমপন্থী অমল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। সে পুলিশের সন্ত্রাসী। বিগত ২০১৫ সালের গত ২রা অক্টোবর দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী ডিবি’র একটি দল পাংশা উপজেলার সরিষা ইউপির বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের পেছনের পুকুর পাড়ে অভিযান চালিয়ে সন্ত্রাসী আলী জামান মন্ডল(৪৫) ও তার সহযোগী ইদ্রিস বিশ্বাস (৩৫)কে ৬টি আগ্নেয়াস্ত্র এবং ৭রাউন্ড বন্দুকের কার্তুজসহ(৩টি বিদেশী একনালা বন্দুক, ১টি দেশীয় তৈরী একনালা বন্দুক, ২টি ওয়ান শুটারগান এবং ৭রাউন্ড বন্দুকের গুলি) গ্রেফতার করে। তার বিরুদ্ধে ২টি হত্যা, ডাকাতি, অস্ত্র মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে। তবে সবকটি মামলায় সে জামিনে রয়েছে বলে থানা পুলিশ জানায়। পূর্ব দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটনায় বলে জানা গেছে।