Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

॥স্টাফ রিপোর্টার॥ আগামীকাল ১৪ই আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজবাড়ী জেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা গতকাল ১২ই আগস্ট দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(ক্রাইম) মোঃ আছাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, সদর থানার ওসি মোঃ আবুল বাশার মিয়া, বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম, কালুখালী থানার ওসি নূরে আলম ফকির, গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ, পাংশা থানার ওসি মোঃ মোফাজ্জেল হোসেন, ডিআইও-১ মোঃ জহিরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল কান্তি দাস, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক অশোক কুমার বাগচী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব গণেশ মিত্রসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানান এবং জন্মাষ্টমীর শোভাযাত্রাসহ সকল ধর্মীয় অনুষ্ঠানে সব ধরনের নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন।