Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা গতকাল ১২ই আগস্ট বেলা সাড়ে ১১টায় পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিবালোক কুন্ডু জীবনের সভাপতিত্বে বর্ধিত সভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান হাসানুল ইসলাম মহন মুন্সী, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও যশাই ইউপির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মির্জু, সাংগঠনিক সম্পাদক বাবু, সদস্য তপন রায়, ইদ্রিস আলী মন্ডল, সালাউদ্দিন আহম্মেদ, লিটন কুমার বিশ্বাস ও আহম্মদ আলী মালু প্রমুখ বক্তব্য রাখেন।
বর্ধিত সভায় পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও যশাই ইউপির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান বলেন, গঠনতন্ত্র বিরোধী কোনো কার্যক্রম চাপিয়ে দিলে আমরা তা মানবো না।
তিনি বলেন, বিগত বিএনপি সরকারের সময় নানা অত্যাচার-নির্যাতন সহ্য করে, নানা ঘাত-প্রতিঘাত মাথায় নিয়ে যুবলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ডে সহযোগিতা দিতে কাজ করেছে।
তিনি বলেন, আওয়ামী যুবলীগ কোনো ভূঁইফোর সংগঠন নয়। কোনো পকেট কমিটি আমরা মেনে নিবো না। গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী যুবলীগের কমিটি গঠন করা হবে এবং গঠনতন্ত্র অনুযায়ীই আওয়ামী যুবলীগ পরিচালিত হবে। তিনি বলেন গত ইউপি নির্বাচনের সময় আওয়ামী যুবলীগের রাজবাড়ী জেলা কমিটির নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে আমি যশাই ইউপির চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করি। সকলের সহযোগিতায় এবং জনসাধারণের ভোটে আমি যশাই ইউপির চেয়ারম্যান নির্বাচিত হই। সে সময় আপনারা আমাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছিলেন। আজকে আমি দলের বর্ধিত সভার মাধ্যমে আপনাদেরকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। ইউপি নির্বাচনের সময় আওয়ামী লীগের প্যাডে তাকে দল থেকে বহিষ্কারের পত্র প্রেরণের কথা উল্লেখ করে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও যশাই ইউপির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান বলেন, গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগ আমাকে বহিষ্কার করতে পারে না। বহিষ্কারের সেই পত্রটি যতœ সহকারে সংরক্ষণ করে রাখা আছে উল্লেখ করেন তিনি আরো বলেন এ ব্যাপারে সময় হলে উপযুক্ত জবাব দিব।
কমিটির সদস্য লিটন কুমার বিশ্বাস বর্তমান সরকারের উন্নয়নের বার্তা জনসাধারণের মাঝে তুলে ধরার আহবান জানিয়ে তৃণমূলে আওয়ামী যুবলীগের সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণের গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিবালোক কুন্ডু জীবন বলেন, আগস্ট মাস শোকের মাস। ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, খুব শিঘ্রই আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির সভা করে আগামী মাসে বিভিন্ন ইউনিয়নে গিয়ে নতুন কমিটি গঠন করা হবে। ইউনিয়ন কমিটি গঠন সম্পন্ন হলে গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী যুব লীগের সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠন করা হবে। কাউন্সিল ছাড়া আওয়ামী যুবলীগের কোনো পকেট কমিটি মেনে নেয়া হবে না বলে উল্লেখ করেন তিনি।
বর্ধিত সভায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন, সংগঠনের ইউনিয়ন কমিটি গঠন, সাংগঠনিক আলোচনাসহ বিবিধ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বর্ধিত সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।