Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মাল্টিমিডিয়া ক্লাসরুম ও শিক্ষকদের ডিজিটাল কনটেন্ট তৈরী বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১০ই আগস্ট সকাল ১০টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মাল্টিমিডিয়া ক্লাসরুম ও শিক্ষকদের ডিজিটাল কনটেন্ট তৈরী বিষয়ক কার্যক্রমের অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমানসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও মাল্টিমিডিয়া ক্লাসরুম সংশ্লিষ্ট শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাসরুম সংক্রান্ত বিভিন্ন বিষয়, শিক্ষকদের ডিজিটাল কনটেন্ট তৈরী ও এর আলোকে শিক্ষার্থীদের শিক্ষাদান এবং শিক্ষকদের ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে পারদর্শী করে তোলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভার সভাপতি জেলা প্রশাসক মোঃ শওকত আলী উপস্থিত শিক্ষকদেরকে ডিজিটাল ক্লাসরুম ও কনটেন্ট তৈরীর মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাস করানোর বিষয়ে দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।