॥শিহাবুর রহমান॥ গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া সৈদালপাড়ায় গত ৯ই আগস্ট দুপুরে একটি বসতবাড়ী থেকে ৬০লিটার চোলাই মদ উদ্ধার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সদস্যরা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক রাজীব মিনা জানান, গত ৯ই অক্টোবর দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ দৌলতদিয়া সৈদাল পাড়ায় মাদক ব্যবসায়ী শাহিদ শেখের বসতবাড়ী ঘেরাও করা হয়। এ সময় তার বসতঘরে তল্লাশী করে খাটের নিচ থেকে দুইটি প্লাষ্টিকের কন্টেইনারে রাখা ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তবে এসময় বাড়ীতে ছিল না শাহিদ শেখ।
এ বিষয়ে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক মোঃ এনামুল হক বাদী হয়ে শাহিদ শেখকে আসামী করে গোয়ালন্দ থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।