॥স্টাফ রিপোর্টার॥ কালুখালী উপজেলার বোয়ালিয়ায় রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের আমবাড়ীয়া নামক স্থান থেকে গত ৯ই আগস্ট দুপুর দেড়টার দিকে ৫১পিচ ইয়াবাসহ বিক্রেতা রফিকুল ইসলাম ওরফে জাদুকে পুলিশ গ্রেফতার করেছে। সে বোয়ালিয়া গ্রামের মৃত শামসুল মন্ডলের ছেলে।
কালুখালী থানার এএসআই সনাতন বিশ^াস জানান, বোয়ালিয়ায় রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের আমবাড়ীয়া নামক স্থানে ইয়াবার চালান নিয়ে অবস্থানকালে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫১পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে কালুখালী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
বোয়ালিয়া থেকে ৫১পিচ ইয়াবা উদ্ধার॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
