Site icon দৈনিক মাতৃকণ্ঠ

শিশু ধর্ষক ও নির্যাতনকারীদের শাস্তির দাবীতে প্রধানমন্ত্রী বরাবর রাজবাড়ী এনসিটিএফ’র স্মারকলিপি

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ শিশু ধর্ষক ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কঢোর্স (এনসিটিএফ)-এর রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে গতকাল ৯ই আগস্ট সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান স্মারকলিপিটি গ্রহণ করেন। এ সময় জেলা এনসিটিএফ’র সভাপতি দেবজ্যোতি নাগ, সহ-সভাপতি প্রতিক দাস, সাংগঠনিক সম্পাদক রিদুয়ান হাসান অরিদ, শিশু গবেষক ইমন শেখ, জেলা ভলান্টিয়ার ফাহমিদা জামান, সদস্য প্রত্যয় প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ ও নির্যাতনের বিষয় তুলে ধরা হয় এবং এসব অপকর্মের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়। এছাড়াও ধর্ষণ ও নির্যাতনের শিকার শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি তাদের সার্বিক নিরাপত্তা বিধানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানানো হয় এবং জাতীয় শিশু নীতি-২০১০, জাতীয় শিশু নীতি-২০১১ এবং শিশু আইন-২০১৩ তৈরীতে শিশুদের মতামতের মূল্যায়ন করার জন্য এনসিটিএফ’র পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।