Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী সুবর্ণা

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফীর হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল খানখানাপুর ইউনিয়নের বালিয়াচর গ্রামের ৮ম শ্রেণীর ছাত্রী সুবর্ণা খাতুন।
জানাগেছে, বালিয়াচর গ্রামের আয়ুব আলী সরদারের মেয়ে নাবালিকা সুবর্ণা খাতুনকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বাল্য বিবাহ দেয়া হচ্ছিল। গত ৬ই আগস্ট রাতে সে গোপনে ইউএনও সৈয়দা নুরমহল আশরাফীকে ফোন করে জানায়, ‘স্যার আমাকে বাঁচান। আমি পড়তে চাই, এখনই বিয়ে করতে চাই না। আমাকে এখন জোর করে বিয়ে দেয়া হচ্ছে। আমাকে বাঁচান’।
এ খবর শুনে ইউএনও’র নির্দেশে সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবু জর গিফারী পুলিশ ফোর্স নিয়ে গিয়ে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা করেন। গতকাল ৭ই আগস্ট সকালে ইউএনও সৈয়দা নুরমহল আশরাফী তার কার্যালয়ে সুবর্ণা খাতুনকে ডেকে নিয়ে তার পড়াশোনাসহ সার্বিক বিষয়ের দায়িত্ব নেন এবং আগামীতে যে কোন প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।