Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের মহিষবাথানে দলছুট হনুমানের উপদ্রব

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের মহিষবাথান বিলপাড়া গ্রামে দলছুট হনুমানের উপদ্রব শুরু হয়েছে।
জানাগেছে, গত ৪/৫ দিন পূর্বে বড় আকৃতির ৩টি হনুমান হঠাৎ করে মহিষবাথান এলাকায় আসে। তারপর থেকে তারা পুরো মহিষবাথান বিলপাড়া দাপিয়ে বেড়াচ্ছে। কালোমুখী এই হনুমানগুলোর জন্য এলাকার মানুষ আতংকগ্রস্ত হয়ে পড়েছে। বিশেষ করে শিশুরা বেশী ভয় পাচ্ছে। মানুষ হনুমানগুলোর ভয়ে অধিকাংশ সময় ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখছে।
মহিষবাথান গ্রামের বাসিন্দা ও জেলা মাইক্রোবাস-কার মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী টিটন জানান, হনুমানগুলো এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়-ক্ষতি না করলেও এলাকাবাসী আতংকের মধ্যে রয়েছে। মানুষ হনুমানগুলোকে এটা-ওটা খেতেও দিচ্ছে। এমনকি ধরিয়ে দিলে সেগুলো মজা করে সিগারেটও খাচ্ছে। অনেকে হনুমানগুলোর কর্মকান্ড দেখে মজা পেলেও বেশীর ভাগ মানুষই আতংকের মধ্যে রয়েছে।
এলাকাবাসী দ্রুত হনুমানগুলোকে ধরে নিরাপদ স্থানে পাঠিয়ে দেয়ার জন্য বনবিভাগের প্রতি অনুরোধ জানিয়েছে।