॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউপির পাট্টা বাজারে গতকাল ৪ঠা আগস্ট বিকেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পাট্টা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ সাইদুর রশিদ ছিন্টুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন।
তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। তবে কোনো কোনো এলাকায় অপরাধ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
তিনি বলেন, মাদকের কারণে বেশির ভাগ ক্ষেত্রে অপরাধ সৃষ্টি হয়। মাদক, সন্ত্রাস, চাঁজাবাজী, জঙ্গি তৎপরতা, বাল্যবিয়ে এসবই সামাজিক অপরাধ। এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটাতে হলে সামাজিক অপরাধ কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা দরকার। ওসি মোঃ মোফাজ্জেল হোসেন বলেন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজী ঘটনার সাথে জড়িতরা কেউই রেহাই পাবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাল্যবিয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা উল্লেখ করেন তিনি। মাদক, সন্ত্রাস, চাঁজাবাজী, জঙ্গি তৎপরতা, বাল্যবিয়ে প্রভৃতি ঘটনার সাথে জড়িতদের বিষয়ে গোপনে থানা পুলিশকে তথ্য প্রদানে উপস্থিত সকলকে থানার মোবাইল নম্বর প্রদান করেন তিনি।
ওসি মোঃ মোফাজ্জেল হোসেন আরো বলেন, ইতোমধ্যে অপরাধ দমনে বিভিন্ন হাট-বাজার ও সড়কে পুলিশের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাট্টা বাজারে রাতে নিয়মিত পাহাড়া প্রদানে ব্যবসায়ী-দোকানদারদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।
মতবিনিময় সভায় পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, বি-কয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোজিৎ কুমার বিশ্বাস, পাট্টা জোনা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমর কুমার দাশ, পাট্টা জোনা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস ও বিলমন্ডপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাদের শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় পাট্টা ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার রতন মন্ডল, ৫নং ওয়ার্ডের মেম্বার সবুজ বিশ্বাস প্রিন্স, পাট্টা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জেল হোসেন, আব্দুল জলিল বিশ্বাস (মন্টু) ও হিমু বিশ্বাসসহ বাজারের ব্যবসায়ী দোকানদার ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পাংশার পাট্টা বাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মতবিনিময় সভা
