Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে স্বামীর নির্যাতনে স্কুল শিক্ষিকার আত্মহত্যার চেষ্টা

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামে স্বামীর নির্যাতনে স্কুল শিক্ষিকা শামিমা খাতুন(৩৫) গতকাল ৩রা আগস্ট সকালে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আশংকাজনক অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নির্যাতিতা শামিমা খাতুন পাইককান্দি গ্রামের আলিমুর রেজা আজাদের স্ত্রী এবং পাইককান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। আলিমুর রেজা আজাদও রামদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
শামিমা খাতুনের বড় ভাই এনামুল বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে আজাদ শামিমাকে নির্যাতন করে আসছে। আমরা ওর ভবিষ্যতের কথা ভেবে কখনো কিছু বলিনি। গতকাল বৃহস্পতিবার সকালে শামিমা তার বেতনের চেকে সই না করায় আজাদ তাকে বেধড়ক মারধর করে। নির্যাতন সহ্য করতে না পেরে সে তার বসতঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ওই সময় শামিমার বড় ছেলে তৌফিক এলাহী বিষয়টি টের পেলে চিৎকার দিলে স্থানীয়রা এসে ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
খবর পেয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম রকিব হায়দার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক ও সুশান্ত বাড়ৈ, ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফারুক হোসেন এবং মানবাধিকার কমিশনের বালিয়াকান্দি শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন শিকদারসহ সহকর্মীরা শামিমা খাতুনকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম রকিব হায়দার জানান, নির্যাতিতা স্কুল শিক্ষিকা আইনী কোন সহযোগিতা চাইলে তাকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, স্কুল শিক্ষিকার নির্যাতনের বিষয়টি ইউএনও মহোদয় আমাকে অবগত করেছেন। অভিযোগ পেলে নির্যাতনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।