Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় এমপি পুত্র মিতুল হাকিমের উপর বোমা হামলার চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গান্ধিমারায় মানববন্ধন

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের ছেলে ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিমের মোটর সাইকেলের বহরে হামলার চেষ্টাকারী জাহিদুল হাসান সবুজ এবং তার সহযোগী ট্যারা জিয়া ও ট্যারা এনায়েতসহ ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গতকাল ৩রা আগস্ট বিকাল ৫টায় কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গান্ধিমারা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মদাপুর ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং গান্ধিমারা যুব ও ক্রীড়া সংঘ এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন চলাকালে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিজানুর রহমান মজনু, মদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ হোসেন মাস্টার, সহ-সভাপতি ডাঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মৃধা, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আব্দুস সবুর, গান্ধিমারা যুব ও ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, কালুখালী উপজেলা ছাত্রলীগের সদস্য রায়হানুল কবির সাদ্দাম ও মদাপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা শেখ মোঃ পারভেজ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও তারুণ্যের প্রতীক আশিক মাহমুদ মিতুল হাকিমের রাজনৈতিক সুনাম নষ্ট এবং তার কর্মীদের মধ্যে ভীতিকর পরিবেশ তৈরী করতেই তার উপর পরিকল্পিতভাবে হামলার চেষ্টা করা হয়। তারা বোমাসহ গ্রেফতারকৃত জাহিদুল হাসান সবুজ এবং তার সহযোগী ট্যারা জিয়া ও ট্যারা এনায়েতসহ সকল ষড়যন্ত্রকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্রকারীর ধুম্রজাল ছিন্ন করার জন্য প্রস্তুত আছে বলে জানান।
জেলা পরিষদের সদস্য ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিজানুর রহমান মজনু বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিমকে বিব্রতকর অবস্থায় ফেলতে এবং তার মনোবল ভাঙ্গার জন্য তার সন্তানের উপর এই আঘাতের চেষ্টা। এই সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আব্দুস সবুর বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা বেঁচে থাকতে কোন ধরণের ষড়যন্ত্র সফল হতে দেবে না। যতদিন মিতুল হাকিমের উপর হামলা চেষ্টার ঘটনার বিচার না হবে ততদিন ছাত্রলীগের নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।
উল্লে¬খ্য, গত ৩০শে জুলাই সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিমের মোটর সাইকেলের বহরে হামলার চেষ্টাকারী জাহিদুল ইসলাম সবুজকে ছাত্রলীগের নেতাকর্মীরা পাংশার নারায়নপুরে আওয়ামী লীগের অফিসের সামনে থেকে ককটেলসহ ধরে পুলিশের হাতে তুলে দেয়। ওই সময় আরেক যুবক পালিয়ে যায়। ধৃত জাহিদুল ইসলাম সবুজ বর্তমান জেল হাজতে রয়েছে।