Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় আ’লীগ অফিসের সামনে থেকে ছাত্রলীগ কর্তৃক ককটেলসহ আটক যুবককে পুলিশে সোপর্দ

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার পাংশায় সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের পুত্র ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিমের মোটর সাইকেলের বহরে অনুপ্রবেশকারী দুই যুককের মধ্যে ১জনকে ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেলসহ আটক করেছে।
গত ৩০শে জুলাই রাত ৮টার দিকে পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। ধৃত যুবকের নাম জাহিদুল হাসান ওরফে সবুজ মুন্সি(২৯)। সে পাংশা উপজেলার মৌরাট ইউপির বি-মালঞ্চি গ্রামের মুন্সী সোহরাব হোসেনের ছেলে।
এ ঘটনায় পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ বাদী হয়ে পাংশা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-২৭, তারিখ ৩১/০৭/২০১৭। ধারাঃ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদী আইনের ৫ ধারা। এ ঘটনায় পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ বাদী হয়ে পাংশা থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২৭, তাং-৩১/০৭/২০১৭ইং, ধারাঃ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৫ ধারা।
পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফের এজাহারে উল্লেখ করা হয়, পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম জিন্না খাঁর স্ত্রী’র মারা যাওয়ায় শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর জন্য রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের পুত্র ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিম আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীকে নিয়ে মোটর সাইকেলের বহরযোগে গত ৩০শে জুলাই সন্ধ্যা পৌনে ৭টার দিকে সেই বাড়ীতে যান। সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেরার পথে ধৃত জাহিদুল ইসলাম সবুজ ও অপরিচিত আরেকজন যুবক মোটর সাইকেল নিয়ে মিতুল হাকিমের মোটর সাইকেলের বহরে ঢুকে পড়ে। এ সময় গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় নেতাকর্মীরা তাদেরকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করলে সবুজের পিছনের সিটে বসা যুবক মোটর সাইকেল থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। নেতাকর্মীরা সবুজকে আটকের চেষ্টা করলে সে মোটর সাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যেতে থাকে। রাত ৮টার দিকে সে মোটর সাইকেল নিয়ে পাংশা শহরের চরনারায়নপুরস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জনৈক কোবেদ আলী মন্ডলের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর পড়ে যায়। তখন মিতুল হাকিমের সাথে থাকা নেতাকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করাসহ দেহ তল্লাশী করে তার পরিধেয় পায়জামার ডান পকেট থেকে ১টি ককটেল উদ্ধার করে।
এ সময় সবুজ মুন্সি উত্তেজিত জনতার রোষানলে পড়ে। জনতার রোষানল হতে বাঁচার জন্য আসামী সবুজ মুন্সী দৌড়ে জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের বাড়ীতে ঢুকে পড়ে। খবর পেয়ে পাংশা থানা পুলিশ এমপি মোঃ জিল্লুল হাকিমের নারায়নপুর সাকিনস্থ বাসভবনে উপস্থিত হয়ে উক্ত ককটেল জব্দ করে সবুজ মুন্সিকে পুলিশী হেফাজতে নেওয়া হয়। থানায় আনার পর ককটেলটি একটি বালতিতে পানির মধ্যে রাখা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ধারণা জাহিদুল হাসান ওরফে সবুজ মুন্সি নাশকতা ও এমপি পুত্র আশিক মাহমুদ মিতুল হাকিমের প্রাণ নাশের উদ্দেশ্যে মোটর সাইকেলের বহরে অনুপ্রবেশ করেছিল।
মামলার তদন্তকারী পাংশা থানার এস.আই মোঃ আবু শহিদ জানান, গতকাল সোমবার দুপুরে আসামী জাহিদুল হাসান ওরফে সবুজ মুন্সিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।