Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কল্যাণপুর বাজারে দুর্বৃত্তের হানা॥দুই নাইট গার্ডকে কুপিয়ে জখম॥২জন গ্রেফতার

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর বাজারের দুই নাইট গার্ডকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত ১৭ই ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাজারের জাহাঙ্গীরের মোবাইল সার্ভিসের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহতদের রাজবাড়ী সদর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো ঃ কল্যাণপুর গ্রামের মৃত আফাজ উদ্দিন তালুকদারের ছেলে শাহাদত তালুকদার(৬০) ও একই গ্রামের মৃত সফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন(৬০)।
শাহাদত তালুকদারের ছেলে ইসলাম তালুকদার জানান, তার পিতা ও প্রতিবেশী চাচা রুহুল আমিন দীর্ঘ দিন ধরে কল্যাণপুর বাজারে নাইট গার্ড হিসেবে চাকুরী করে আসছে। গত ১৭ই ডিসেম্বর রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত তাদের ডিউটি ছিল। ওই দিন রাত সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীরের মোবাইল সার্ভিসের দোকানের সামনে পাহাড়ারত থাকা অবস্থায় অজ্ঞাত ১০/১২জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে এসে তাদেরকে কুপিয়ে জখম করাসহ এলোপাতারী ভাবে মারপিট করে। এ সময় তাদের চিৎকারে দোকানদাররা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
পরে গুরুতর অবস্থায় তার পিতা শাহাদতকে রাজবাড়ী সদর হাসপাতালে ও রুহুল আমিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় তিনি গত ১৮ই ডিসেম্বর রাজবাড়ী থানায় অজ্ঞাত আসামী করে দঃ বিঃ’র ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩৪ ধারায় মামলা দায়ের করেন।
রাজবাড়ী থানার এস.আই খান বেল¬াল জানান, ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে গতকাল ১৯শে ডিসেম্বর দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এরা হলো ঃ কল্যাণপুর গ্রামে খোকন বেপারীর ছেলে রুবেল বেপারী(২১) ও সালাম বেপারীর ছেলে মিলন বেপারী(১৯)।