Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কলিমহরের ভ্যান চালক রতন হত্যা মামলার আসামী জাফর গ্রেপ্তার॥আদালতে স্বীকারোক্তি

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির চর সাজুরিয়া গ্রামের দরিদ্র পরিবারের ভ্যান চালক রতন শেখ(১৮) হত্যাকান্ডের দীর্ঘ ৯মাস পর মামলার আসামী জাফর মন্ডল (২২)কে গ্রেফতার করেছে। পরে গতকাল ৩০শে জুলাই আসামী জাফর মন্ডল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।
ধৃত আসামী জাফর মন্ডল সরিষা ইউপির পালেরডাঙ্গী গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে। গত ২৯শে জুলাই দুপুরে রাজবাড়ী জেলার দৌলতদিয়া এলাকা থেকে পাংশা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গত বছরের ৭ই অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে হাটবনগ্রাম-বহলাডাঙ্গা পাকা সড়কের নাওড়া বনগ্রাম ফাঁকা রাস্তার উপর রতন শেখকে হত্যা করে তার ব্যাটারী চালিত ভ্যানটি লুণ্ঠন করে নেয় আসামী জাফর মন্ডল।
পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন জানান, জাফর মন্ডলের সাথে রতন শেখের বন্ধুত্ব সম্পর্ক ছিলো। জাফর মন্ডল বখাটে প্রকৃতির। এলাকায় বেশ কিছু টাকা দেনা-দাইক হয়ে পড়ায় বন্ধু সম্পর্কের সুত্র ধরে ভ্যান চালক রতন শেখের কাছে কিছু টাকা ধার চায় জাফর মন্ডল। টাকার জন্য রতন শেখের কাছে ধর্ণা দিয়ে পিছপিছ ঘুরলেও রতন শেখ তাকে ধারে টাকা দিতে ব্যর্থ হয়। রতন শেখ টাকা দিতে পারবে না-সময়মতো না বলায় রতন শেখের প্রতি ক্ষুদ্ধ হয় জাফর মন্ডল।
এরই এক পর্যায়ে গত বছরের ৭ই অক্টোবর বিকেলে রতন শেখকে হত্যা করার পরিকল্পনা নিয়ে তার ভ্যানে উঠে বহলাডাঙ্গা বাজার, শরিষা বাজার ও হাটবনগ্রাম বাজারে যায় জাফর মন্ডল। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে হাটবনগ্রাম-বহলাডাঙ্গা পাকা সড়কের নাওড়া বনগ্রাম ফাঁকা রাস্তার উপর গিয়ে প্রস্রাব করার কথা বলে ভ্যান থামাতে বলে জাফর মন্ডল। প্রস্রাব শেষে সেখান থেকে কৌশলে একটি লাঠি নিয়ে আবার ভ্যানে উঠে চলার কিছু সময়ের মধ্যেই পেছন থেকে রতন শেখের ঘার ও মাথায় সজোরে আঘাত করে জাফর মন্ডল। সঙ্গে সঙ্গে রতন শেখ মাটিতে লুটিয়ে পড়ে এবং রাস্তার পাশে গিয়ে উল্টে পড়ে ভ্যানটি। ওই সময় রতন শেখের ব্যাটারী চালিত ভ্যানটি লুণ্ঠন করে পালিয়ে যায় আসামী জাফর মন্ডল। ঘটনার পরদিন নিহতের পিতা রোস্তম আলী শেখ বাদী হয়ে অজ্ঞাত আসামী করে পাংশা থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে ঘাতক জাফর মন্ডল গা ঢাকা দেয়। দেশের বিভিন্ন স্থানে পালিয়ে থাকে সে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯শে জুলাই দুপুর দেড়টার দিকে জেলার দৌলতদিয়া এলাকা থেকে জাফর মন্ডলকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
থানায় জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ভ্যান চালক রতন শেখকে হত্যা করে ভ্যান লুণ্ঠন করার ঘটনার বিষয়ে বিস্তারিত স্বীকার করলে গতকাল ৩০শে জুলাই আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছে।