Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৈনিক মাতৃকণ্ঠ কার্যালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর বহুল প্রচারিত ও জনপ্রিয় দৈনিক মাতৃকণ্ঠ, সাপ্তাহিক সাহসী সময় এবং সাপ্তাহিক রাজবাড়ী সংবাদ পত্রিকার কার্যালয় গতকাল ২৮শে জুলাই রাত ৮টায় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোহবান চৌধুরী।
এ সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আব্দুর রহমান, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান, গোয়েন্দা সংস্থা এনএসআই’র সহকারী পরিচালক মোঃ ওয়ালিউল্লাহ, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার মিয়া ও বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোহবান চৌধুরী দৈনিক মাতৃকণ্ঠ কার্যালয়ে পৌছালে পত্রিকার সম্পাদক ও প্রকাশক খোন্দকার আব্দুল মতিন তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি পত্রিকার সম্পাদক মন্ডলী ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় পত্রিকার উপদেষ্টা সম্পাদক আবুল কালাম, বার্তা সম্পাদক শিহাবুর রহমান, চীফ রিপোর্টার আসহাবুল ইয়ামিন রয়েন, স্টাফ রিপোর্টার ইউসুফ মিয়া, স্টাফ রিপোর্টার মোঃ রফিকুল ইসলাম, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মোঃ মতিউর রহমান, দৈনিক যুগান্তরের প্রতিনিধি হেলাল মাহমুদ, যুমনা টিভির জেলা প্রতিনিধি তানভীর মাহমুদ, ডিবিসি টিভি’র জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, বাংলা নিউজের জেলা প্রতিনিধি প্রতিনিধি আশিকুর রহমান, রাইজিং বিডি’র প্রতিনিধি সোহেল মিয়া ও দৈনিক মাতৃকন্ঠের বালিয়াকান্দি প্রতিনিধি সবুজ শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোহবান চৌধুরী সাংবাদিকদের দেশের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহবান জানান। মতবিনিময় সভা শেষে দৈনিক মাতৃকণ্ঠের পক্ষ থেকে ইকবাল সোহবান চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।