Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর সুলতানপুর ইউপির রামনগরে পল্লী বিদ্যুতায়ন উদ্বোধন করলেন এমপি

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ২৮শে জুলাই বিকেলে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে সুইচ টিপে বাতি জ্বালিয়ে পল্লী বিদ্যুতায়ন উদ্বোধন করেন।
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ মোঃ রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এডঃ সফিকুল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আবুল হোসেন শিকদার, সদর থানা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মোঃ সানাউল্লাহ বিশ্বাস, সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহিদুজ্জামান রুমি, সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী জুনায়েদ চপল। স্বাগত বক্তব্য রাখেন সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মোঃ হাবিবুর রহমান মোল্লা হবি। অনুষ্ঠান উপস্থাপনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান চুন্নু।
উল্লেখ্য, আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সুলতানপুর ইউনিয়নের রামনগর ও শাইলকাঠি গ্রামের ২৯৪টি পরিবার পল্লী বিদ্যুতের নতুন সংযোগ পেল।
পল্লী বিদ্যুৎ সমিতি সুত্রে জানাগেছে, ওই এলাকার প্রায় পৌনে ৯কিলোমিটার পল্লী বিদ্যুতের লাইন নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৩২ লক্ষ ১৯ হাজার ৫শত টাকা। নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে এই ২টি গ্রামের বাসিন্দারা খুব খুশি। তারা রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীকে ধন্যবাদ জানান।