Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী পৌরসভা কর্তৃক ড্রেনের উপর সৌন্দর্য্য বর্ধণ কাজ উদ্বোধন

॥শিহাবুর রহমান॥ এডিবি, ওএফআইডি এবং জিওবি’র অর্থায়নে ইউজিআইআইপি-৩ প্রকল্প ফেজ-১ এর অধীনে রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের আনসার ক্যাম্প হতে ব্যাংকপাড়া হয়ে চত্রার বিল(চিতেল বিল) পর্যন্ত প্রায় ১কিঃ মিঃ নবনির্মিত ড্রেনের উপর সৌন্দর্য্য বর্ধণে ষ্টীলের এসএস পাইপের রোলিং স্থাপন কাজ শুরু হয়েছে।
গতকাল ২৮শে জুলাই বেলা ১১টায় পৌরসভা মেয়র মহম্মদ আলী চৌধুরী এ সৌন্দর্য্য বর্ধণ কাজের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, শহরের সৌন্দর্য্য বাড়ানোর জন্য এই কাজটি করা হয়েছে। এর রক্ষাণাবেক্ষণের দায়িত্ব এলাকাবাসীর। ড্রেনটি নির্মাণের ফলে প্রায় ৩০হাজার মানুষ জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। শোভা বর্ধণসহ এর নির্মাণ ব্যয় সাড়ে ৬ কোটি টাকা। এভাবে পর্যায়ক্রমে শহরে শোভা বৃদ্ধি করা হবে। ইতিমধ্যেই শহরের প্রাণ কেন্দ্র শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের আগে ও পরে সড়কের মাঝের আইল্যান্ডে সৌন্দর্য্য বর্ধণ করা হয়েছে।
তিনি আরো বলেন, সম্প্রতি সারাদেশে বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তার কিছুই রাজবাড়ীর পৌর এলাকায় হয় নাই। যেটুকু হয়েছে তা ঘন্টা খানেকের মধ্যেই পানি বেরিয়ে গেছে। আগামী ২বছরের মধ্যে মধ্যে পৌরসভার সকল এলাকার রাস্তা ঘাট উন্নয়ন ও সংস্কার করা হবে।
এ সময় পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী খান, পৌর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহাতাব উদ্দিন তৌহিদ, কৃষক লীগ নেতা আজিজুম হক আজিম, ঠিকাদারী প্রতিষ্ঠানের সমন্বয়কারী শাহ মোঃ আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।