Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জাতীয় ভিটামিন এ প্ল¬াস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

॥রুবাইয়া নাসরিন নিশি॥ আগামী ৫ই আগস্ট জাতীয় ভিটামিন এ প্ল¬াস ক্যাম্পেইন উপলক্ষে রাজবাড়ী সিভিল সার্জন অফিসের আয়োজনে গতকাল ২৭শে জুলাই দুপুরে জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্সের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আব্দুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী ফারুক আহম্মেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ গোলাম ফারুক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুর রহমান, সদর থানার ওসি মোঃ আবুল বাশার মিয়া, জেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ ওলিউর রহমান প্রমুখ। বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ সাংবাদিকগণ সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও আগামী ৫ই আগস্ট সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্ল¬াস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্ল­¬াস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্ল¬াস ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শিশুদের নিকটস্থ ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।