Site icon দৈনিক মাতৃকণ্ঠ

হাবাসপুরে এফএইচ এসোসিয়েশনের গরু মোটা তাজাকরণ প্রশিক্ষণ সমাপ্ত

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির এফএইচ এসোসিয়েশনের উদ্যোগে গতকাল ২৭শে জুলাই দুপুরে ৩দিনব্যাপী গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয়েছে।
সংস্থার হাবাসপুর এরিয়া টিম লিডার পরিতোষ বাড়ৈ-এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক। তিনি প্রশিক্ষণ কর্মসূচীতে ফেসিলেটর হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ২৪শে জুলাই সকালে হাবাসপুর সিএফসিটি প্রকল্পের চরঝিকড়ী এফএইচ এসোসিয়েশন ট্রেনিং সেন্টারে ৩দিন ব্যাপী গরু মোটাতাজাকরণ কর্মসূচী শুরু করা হয়। সংস্থার সুবিধাভোগী ২০জন মহিলা আর্থসামাজিক উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। গরু মোটাতাজাকরণ কর্মসূচী সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন সংস্থার সিনিয়র এনিমেটর নূরজাহান, এনিমেটর আলফ্রেড, আশরাফুল আলম প্রমূখ।
সমাপনী অনুষ্ঠানে সংস্থার কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।