Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জাতীয় ভিটামিন ‘এ প্ল¬াস ক্যাম্পেইন উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলা পর্যায়ের অবহিতকরণ ও পরিকল্পনা সভা

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ আগামী ৫ই আগস্ট জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে গতকাল ২৫শে জুলাই বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক।
সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান খান ও খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম লাল প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় ভিটামিন ‘এ’ প্ল¬াস ক্যাম্পেইনের উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার ডাঃ নাহিদা ইয়াসমিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি ও সদর উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার এবং আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান, পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীর হোসেন, মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান ও মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মুসল্ল¬ীসহ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের হেলথ ইন্সপেক্টর মোঃ কামরুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেকসহ অন্যান্য অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, প্রতি বছরের মতো এবারও আগামী ৫ই আগস্ট সারা দেশের ন্যায় রাজবাড়ী সদর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্ল¬াস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পেইনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। যাতে একটি শিশুও ভিটামিন ‘এ’ প্ল­¬াস খাওয়ানো থেকে বাদ না পড়ে। এই জন্য সমাজের জনপ্রতিনিধি ও ইমামগণসহ যারা সমাজের সচেতন নাগরিক তাদের মাধ্যমে সকলকে সচেতন করার মধ্য দিয়ে ক্যাম্পেইন সফল করতে হবে।
উল্লে¬খ্য, জাতীয় ভিটামিন ‘এ’ প্ল­¬াস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্ল¬াস ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শিশুদের নিকটস্থ ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।