Site icon দৈনিক মাতৃকণ্ঠ

২৮ জুলাই বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাজবাড়ী শাখার সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাই পর্ব

॥রুবাইয়া নাসরিন নিশি॥ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাজবাড়ী জেলা শাখার আয়োজনে আগামী ২৮শে জুলাই জেলা শিল্পকলা একাডেমীতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।
বিকেলে বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
অনুষ্ঠান উদ্বোধন করবেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জেলা শাখার প্রধান উপদেষ্টা কামরুন নাহার চৌধুরী লাভলী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা, রাজবাড়ী পৌরসভার মেয়র ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মোঃ নিজাম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মীর্জা মোঃ আসিফ আকবর নিবির, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান পৃষ্ঠপোষক মীর মোশাররেফ হোসেন পাকবীর, কেন্দ্রীয় সভাপতি মিয়া মনসফ ও সাধারণ সম্পাদক ইয়াছিন মোহাম্মদ উপস্থিত থাকবেন।
স্বাগত বক্তব্য রাখবেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাংস্কৃতিক সম্পাদক আরিফুজ্জামান চয়ন। সভাপতিত্ব করবেন সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ সাইদুল ইসলাম। সার্বিক তত্বাবধানে থাকবেন জেলা শাখার সাধারণ সম্পাদক ফকীর মোহাম্মদ আবু তালেব ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক পি.এম নাজমুল হক রাজীব।
উল্লেখ্য, জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে প্রতিবারের মতো আয়োজন করেছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে ১১টি বিষয়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা “বঙ্গবন্ধু শিশু কিশোর পদক-২০১৭।” এরই ধারাবাহিকতায় আগামী ২৮শে জুলাই রাজবাড়ী জেলা শাখা প্রতিযোগিতার বাছাই পর্ব ও বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে।