Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী টাউন মক্তব প্রাইমারী স্কুলে ৫০টি গাছের চারা রোপন

॥রুবাইয়া নাসরিন নিশি॥ ‘একটি গাছ একটি প্রাণ, সবুজ পৃথিবী, উন্নত বাংলাদেশ’ এই শ্লে¬াগানকে সামনে রেখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের আহবানে গতকাল ২৩শে জুলাই বেলা সাড়ে ১২টায় সারা দেশে একযোগে প্রাথমিক শিক্ষা কার্যক্রম সংশ্লি¬ষ্ট সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের জনপ্রতি একটি গাছের চারা রোপন কর্মসূচীর অংশ হিসেবে রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় ক্যাম্পাসে বিভিন্ন বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক।
এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার নাসরিন সুলতানা, জেলা মনিটরিং অফিসার(উপবৃত্তি) আতাউর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন, টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্সসহ টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যগণ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এই বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে এ বছর বিদ্যালয়টিতে মোট ৫০টি বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।