॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দক্ষিণাঞ্চলের কলিমহর ইউপির হাটবনগ্রামে সবুজ মিয়া(২৭) নামের একজন সেলুন দোকানদারকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
সে হাটবনগ্রামের রতন মিয়ার ছেলে। গত ২১শে জুলাই রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার রাতেই তাকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাংশা হাসপাতালে চিকিৎসাধীন সবুজ মিয়া জানান, রাত ১১টার দিকে প্রসাব করতে ঘর থেকে বের হন তিনি। ওই সময় ৭/৮ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে বাড়ির মধ্যে ঢুকে তার নাম ধরে ডাকতে থাকে। সবুজ মিয়া ঘরে নেই, প্রসাব করতে বাইরে গেছে বলে স্ত্রী রিনা খাতুন জানালে দুর্বৃত্তরা টর্সলাইট মেরে বাড়ির মধ্যে টিউবয়েলের পাশে সবুজ মিয়াকে পেয়ে রড ও অন্যান্য লাঠিদিয়ে বেধরক মারধর শুরু করে। দুর্বৃত্তদের হামলায় সবুজ মিয়ার ডান পা ভাঙ্গাসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা, ফাটা, রক্তাক্ত জখম হয়। সবুজ মিয়া শোর চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা বাড়ীর ওঠানে ৫/৬ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে রাতেই পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকাবাসী সুত্রে প্রকাশ, ৮/১০ জনের একদশ সশস্ত্র ডাকাত সবুজ মিয়ার বাড়ীতে হানা দেয়। ডাকাতের আগমন টের পেয়ে সে চিৎকার করলে ডাকাতেরা তাকে বেদম মারধর করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
জানাযায়, বাড়ির অদূরে হাটবনগ্রাম বাজারে সেলুনের দোকান আছে সবুজ মিয়ার। তার পিতা রতন মিয়া ঢাকায় রিক্সা চালায়। ঘটনার পর থেকে সবুজ মিয়ার পরিবারের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য, দুই সপ্তাহ আগে গত ৬ই জুলাই রাতে উপজেলার কলিমহর ইউপির সাজুরিয়া শাহ আব্দুল্লাহ রুমী(রঃ) ঈদগাহ ও গোরস্থানের পাশে রাস্তার ওপর মিরাজ জোয়ার্দ্দার(৩৭) নামের একজন কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সে সাজুরিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে।