Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়ায় নবনির্মিত ১নং ফেরী ঘাটের ট্রাফিক ব্যবস্থাপনা দেখলেন পুলিশ সুপার

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা গতকাল ১৮ই জুলাই দুপুর ২টায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নতুনভাবে নির্মিত ১নং ফেরী ঘাটের ট্রাফিক ব্যবস্থাপনার আওতায় ফেরীতে যানবাহন লোড ও আনলোড কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(ক্রাইম) মোঃ আছাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ এবং বিআইডব্লি¬উটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) মোঃ শফিকুল ইসলামসহ বিআইডবি¬উটিএ এবং দৌলতদিয়া ঘাট সংশ্লি¬ষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা বলেন, এই ঘাটটি চালুর ফলে দৌলতদিয়া ঘাটে ফেরীতে যানবাহন লোড-আনলোড করার ক্ষেত্রে আগের চেয়ে অনেক দ্রুত করা সম্ভব হবে এবং এ ক্ষেত্রে দৌলতদিয়া ঘাটের ট্রাফিক ব্যবস্থাপনা সহজতর হবে ও যানজট অনেকাংশে কমে আসবে।
উল্লেখ্য, গতকাল ১৮ই জুলাই দুপুর ৩টা থেকে নতুনভাবে নির্মিত ১নং ফেরী ঘাট থেকে ফেরীতে যানবাহন পারাপারের লোড ও আনলোড কার্যক্রম শুরু হয়।