রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন

  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০১৭

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ ‘মাছ চাষে গড়ব দেশ-বদলে যাবে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১৮ই জুলাই থেকে ২৪শে জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে গতকাল ১৮ই জুলাই সকাল ১০টায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অডিটোরিয়ামে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য বীজ উৎপাদন খামার কর্মকর্তা মোঃ লতিফুর রহমান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, বাংলাভিশন টিভি ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি এম. দেলোয়ার হোসেন, জেলা টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস বাবু এবং আরটিভি’র জেলা প্রতিনিধি এম.মনিরুজ্জামান প্রমুখ। সঞ্চালনা করেন জেলা মৎস্য অফিসের সম্প্রসারণ কর্মকর্তা শামীমা আক্তার।
এ সময় বালিয়াকান্দি উপজেলা মৎস্য খামার কর্মকর্তা মোঃ রবিউল করিম, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ মিয়া, সহ-সভাপতি ও দৈনিক মাতৃকণ্ঠের চীফ রিপোর্টার আসহাবুল ইয়ামিন রয়েন, সাধারণ সম্পাদক ও দৈনিক জনতার জেলা প্রতিনিধি মোঃ শিহাবুর রহমানসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ১৮ই জুলাই থেকে ২৪শে জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে রাজবাড়ী মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির পক্ষ থেকে সারা দেশের ন্যায় রাজবাড়ীতেও বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। যার মধ্যে ১ম দিন ১৮ই জুলাই বেলা ১১টায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে সাংবাদিক সম্মেলন ও উপজেলায় মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারণা, ২য় দিন ১৯শে জুলাই সকাল ১০টায় কালেক্টরেট ভবনের আমতলা থেকে রেলগেট হয়ে অফিসার্স ক্লাব পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালী ও র‌্যালী শেষে সকাল সাড়ে ১০টায় অফিসার্স ক্লাবে আলেচনা সভা ও বেলা ১২টায় আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন পুকুরে মৎস্য অবমুক্তকরণ, ৩য় দিন ২০শে জুলাই সকাল ১০টায় রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা বাজার ও ধাওয়াপাড়া ঘাটে বর্তমান সরকারের মৎস্য সেক্টর অর্জিত অগ্রগতি সম্পর্কে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ৪র্থ দিন ২১শে জুলাই সকাল ১০টায় মাছ বাজার ও পদ্মা নদীতে ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, ৫ম দিন ২২শে জুলাই সকাল ১০টায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মৎস্য চাষ বিষয়ে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ৬ষ্ঠ দিন ২৩শে জুলাই বেলা ১২টায় রাজবাড়ী বাজারসহ জেলার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ে উদ্ধুদ্ধকরণ সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং ৭ম দিন ২৪শে জুলাই সকাল ১০টায় জেলা মৎস্য অফিসের অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ এর মূল্যায়ন সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে।
এছাড়াও সাংবাদিক সম্মেলনে জেলা মৎস্য বিভাগের বিভিন্ন কর্মসূচী, কেমিক্যালমুক্ত মাছ চাষ, মাছ বাজারকে ফরমালিনমুক্ত এবং এসব ক্ষেত্রে মৎস্য চাষী, ব্যবসায়ী ও মৎস্য বিভাগের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!