॥শিহাবুর রহমান॥ দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে গতকাল ১৮ই জুলাই রাতে রাজবাড়ী ডিবি’র একটি দল অভিযান চালিয়ে ১০জন দালালকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ দৌলতদিয়া ইউনিয়নের জুড়ান মোল্লার পাড়ার মৃত রমজান মোল্লার ছেলে রাজ্জাক মোল্লা(৪২), ফেলু মন্ডলপাড়ার আতর আলী শেখের ছেলে রুহুল আমিন(৩২), উজানচর দেওয়ানপাড়ার কোব্বাত ফকিরের ছেলে মিন্টু ফকির(২৫), বাহিরচর ছাত্তার মেম্বার পাড়ার মজিবর মন্ডলের ছেলে সোহেল রানা(২৮), খানখানাপুর দত্তপাড়ার মমিন পাটোয়ারীর ছেলে নুরুল ইসলাম(৩৫), সোরহাব মন্ডলের পাড়ার মৃত আলম ফকিরের ছেলে খোকন ফকির(২১), ওমর আলী পাড়ার কাশেম আলী মন্ডলের ছেলে আজিবর মন্ডল(৩০), গোয়ালন্দ কাজীপাড়ার মৃত রমজান শেখের ছেলে মতিয়ার রহমান(৩৬), দৌলতদিয়া হাজীপাড়ার আক্কাছ আলী মৃধার ছেলে হাফিজুল ইসলাম(২৪) ও উম্বারকাজী পাড়ার মৃত আনোয়ার কাজীর ছেলে ইকবাল হোসেন(২২)।
রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ ওবাইদুর রহমান জানান, উল্লেখিতরা দৌলতদিয়া ঘাটের দালাল চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে এই দালাল চক্রের সদস্যরা বিভিন্ন পরিবহনের চালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে ফেরীর টিকিট ক্রয় ও ফেরীতে আগে পার করে দেয়ার কথা বলে অতিরিক্ত টাকা আদায় করে আসছিল। পুলিশ সুপার সালমা বেগমের নির্দেশনায় গতকাল ১৮ই জুলাই সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।