Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন চীনা প্রতিনিধি দল

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ বাংলাদেশে চীন সরকারের উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবে নদী ভাঙ্গন কবলিত অঞ্চলকে রক্ষাকল্পে কার্যকরী পদক্ষেপ গ্রহণের বিষয়ে চীন সরকারের ইয়েলো রিভার ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট কোম্পানী লিঃ এর ১০ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল ৭ই জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
ইয়েলো রিভার ইঞ্জিনিয়ারিং কলসালটেন্ট কোম্পানী লিমিটেডের প্রকল্প কর্মকর্তা ওয়াং ফ্যাং প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকারসহ সরকারের এ সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলটি হাবাসপুর এলাকার নদী ভাঙ্গন কবলিত অঞ্চল পরিদর্শন শেষে রাজবাড়ী জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং পাংশার হাবাসপুর, রাজবাড়ী সদর উপজেলা, গোয়ালন্দ ও দৌলতদিয়া ঘাটের বিভিন্ন ভাঙ্গন কবলিত অঞ্চলের তথ্য সংগ্রহ করেন।
পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়, এই দলটি একইভাবে দেশের বিভিন্ন অঞ্চলের নদী ভাঙ্গনের তথ্য সংগ্রহ শেষে বাংলাদেশ সরকারের নিকট নদী ভাঙ্গন কবলিত অঞ্চল রক্ষায় করণীয় বিষয়ে তাদের মতামত সম্বলিত রিপোর্ট প্রদান করবে।