Site icon দৈনিক মাতৃকণ্ঠ

শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব

॥আন্তর্জাতিক ডেস্ক॥ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনি গুতেরেস কলম্বিয়ার ঐতিহাসিক শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী পালনের প্রাক্কালে এ চুক্তি প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এ চুক্তির ফলে প্রায় ছয় দশকের ব্যাপক সংঘাতের অবসান ঘটে। খবর এএফপি’র।
গত সোমবার রাতে দক্ষিণ আমেরিকার এ দেশটিতে পৌঁছে গুতেরেস বলেন, কলম্বিয়ার দেয়া প্রস্তাব ‘বিশ্বে শান্তি সমর্থনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ। দুর্ভাগ্যবশতঃ এ বিশ্বে আমরা অনেক সংঘাত দেখছি।’
দুই দিনের এ সফরের প্রাক্কালে তিনি সাংবাদিকদের বলেন, ‘দেশটির শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সেখানে তার এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সরকার ও কলম্বিয়া বিপ্লবী সশস্ত্র বাহিনী(ফার্ক) এর মধ্যে এ শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী ২৪শে নভেম্বর। দশকের পর দশক ধরে সংঘাত চলার পর এ যুগান্তকারী চুক্তি করা হয়। আর এ সংঘাতে প্রতি বছর হাজার হাজার মানুষ প্রাণ হারায়।
শান্তি চুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ১৩হাজার ফার্ক গেরিলা যোদ্ধার অধিকাংশ অস্ত্র জমা দেয়। তবে কয়েকশ’ যোদ্ধা দেশের প্রত্যন্ত এলাকায় তাদের গেরিলা অভিযান অব্যাহত রেখেছে।