Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত লক্ষ্যে পর্যালোচনা সভা

॥শিহাবুর রহমান॥ তৃণমূল পর্যায় থেকে দলীয় কোন্দল, ভুল বোঝাবুঝি ও বিরোধ মিটিয়ে সংগঠনকে আরো শক্তিশালী ও বেগবান করার উদ্যোগ নিয়েছে রাজবাড়ী সদর উপজেলা আওয়ামীলীগ। লক্ষ্য আগামী ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচন।
এ উদ্দেশ্যেই গতকাল ৬ই জুলাই বিকেলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে খানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবন্দের সাথে সাংগঠনিক ও চলমান রাজনৈতিক কার্যক্রম ত্বরান্তিত করণের লক্ষ্যে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় মূলত বিগত বর্ধিত সভার সিদ্ধান্তের বিষয়বস্তু নিয়েই আলোচনা করা হয়। এ সময় একে অপরের বিরুদ্ধে ক্ষোভ ও না পাওয়ার কথাও তুলে ধরেন ইউনিয়ন নেতারা। তবে সকল কিছু ভুলে সামনের জাতীয় নির্বাচন মাথায় রেখে একে অপরের কাধে কাধ মিলিয়ে নতুন উদ্যমে কাজ করার জন্য আহবান করেন জেলারনেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল, প্রচার সম্পাদক এডঃ মোঃ সফিকুল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক অরূপ দত্ত হলি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান ও সাধারণ সম্পাদক শেখ ওহিদুজ্জামান প্রমুখ।