॥স্টাফ রিপোর্টার॥ দেশ বরেণ্য গণসঙ্গীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর আর নেই। করোনার কাছে হেরে গেলেন এই প্রথিতযশা শিল্পী। ফকির আলমগীর গতকাল ২৩শে জুলাই রাত ১০টা ৫৬ মিনিটে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি এই হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বরেণ্য শিল্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
দেশ বরেণ্য গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর আর নেই
