Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির জামালপুর বাজারে সরকারী খাস জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে গতকাল ৬ই জুলাই সকালে সরকারী খাস জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১৩.৬০ বর্গমিটার জমি দখলমুক্ত করা হয়েছে।
জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম রকিব হায়দার এবং রাজবাড়ী কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম। এ সময় বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তারাগণসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের অফিস সুত্রে জানাগেছে, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জগন্নাথদী গ্রামের মৃত রাম জীবন দাসের পুত্র রতন দাস জামালপুর বাজারের ১নং খাস খতিয়াভুক্ত ১৫৮৫ নং বিএস দাগের ১৩.৬০ বর্গমিটার জমি লীজ(বন্দোবস্ত) নেয়। কিন্তু শর্ত ভঙ্গ করায় তার লীজ বাতিল করা হয়। তা সত্বেও সে সরকারী আদেশ অমান্য করে অবৈধভাবে সরকারী জায়গা দখল করে পাকা দ্বিতল ভবন নির্মাণ করে আসছিল। জেলা প্রশাসকের নির্দেশে গতকাল ৬ই জুলাই সকালে সেই অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।