Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে জয়ের পথে তৃণমূল

॥আন্তর্জাতিক ডেস্ক॥ ভারতের পশ্চিম বঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) বিধানসভা নির্বাচনে তৃতীয় বারেরমত জয়ের পথে রয়েছে।
রাজ্যের ২৯২ টি আসনের মধ্যে ২১৫ টিতে টিএমসি এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৭৫ টি’তে এগিয়ে রয়েছে বলে সর্বশেষ ফলাফলে জানানো হয়েছে।
ক্ষমতায় যেতে কোন দলের প্রয়োজন ১৪৮টি আসন। রাজ্যের মোট আসন ২৯৪ টির মধ্যে প্রার্থীর মৃত্যুর কারণে দুইটি আসনের ভোট স্থগিত রয়েছে। টিএমসি সহজেই রাজ্যে টানা তৃতীয়বার সরকার গঠন করতে যাচ্ছে।
তবে মুখ্যমন্ত্রী মমতার ব্যানার্জির নিজ আসন নন্দীগ্রামে বিজেপি প্রার্থী সুভেন্দু অধিকারীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ফলাফল স্থগিত করা হয়েছে এবং ভোট পুনর্গণনা করা হবে বলে জানানো হয়।
রাজ্যের প্রধান নির্বাচনে কর্মকর্তা আরিজ আফতাব বলেন, ভোট পুনর্গণনা হতে পারে নন্দীগ্রামে।