Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ক্যালিফোর্নিয়ার গভর্নরের অভিনন্দন

॥বিশেষ প্রতিনিধি॥ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটের গভর্নর গ্যাভিন নিউজম (Governor Gavin Newsom) বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন।
গতকাল ২৬শে মার্চ লস এঞ্জেলেস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল তারেক মোহাম্মদের কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় ক্যালিফোর্নিয়া স্টেটের গভর্নর গ্যাভিন নিউজম প্রথমবারের মতো বাংলাদেশের স্বাধীনতার ৫০ তম বার্ষিকী ও বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশের সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বার্তায় গভর্নর গ্যাভিন নিউজম ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের প্রশংসা করে আরো বলেন, আমাদের সাথে বাংলাদেশের অবিরত অংশীদারিত্ব এবং সহযোগিতা আরো শক্তিশালী হয়েছে।