Site icon দৈনিক মাতৃকণ্ঠ

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যর মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

॥স্টাফ রিপোর্টার॥ যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে গত ২৬শে জুন রাজবাড়ী জেলাসহ সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর দেশের মুসলিম সম্প্রদায় তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করেছে। আল্লাহ’র সন্তুষ্টি লাভের আশায় দেশের ধর্মপ্রাণ মানুষ ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেছেন।
রাজবাড়ী জেলা শহরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায় রেলওয়ে ঈদগাহ ময়দানে। এতে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ মানোয়ার হোসেন মোল্ল¬া, সাবেক মেয়র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া এবং এনডিসি মোঃ আরিফুল হক মৃদুলসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও প্রশাসনের কর্মকর্তাগণ ও সর্বস্তরের মানুষ ঈদের নামাজ আদায় করেন। মাওলানা মোঃ সিরাজুল কবীর এতে ইমামতি করেন।
নামাজ শুরুর পূর্বে জেলা প্রশাসক মোঃ শওকত আলী মুসুল্ল¬ীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমাদের রাজবাড়ীর প্রধান সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন, দ্বিতীয় পদ্মা সেতু ও বিদ্যুৎ সমস্যা। সে লক্ষ্যে সরকার, জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসন কাজ করছে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও প্রধান জামাতে পুরুষদের পাশাপাশি নারীদেরও পৃথকভাবে পর্দার মধ্যে নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। প্রধান জামাতের পরে রাজবাড়ী শহরের ৫টি উপজেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।