Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে অবৈধ পদ্ধতিতে ঔষধ সংরক্ষণ করায় মোবাইল কোর্টে দুই ফার্মেসীর জরিমানা

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার গতকাল ১৮ই ফেব্রুয়ারী শহরের সজ্জনকান্দাস্থ রাবেয়া(প্রাঃ) হাসপাতাল সংলগ্ন জাবেদ মেডিকেল ও রাফেজা মেডিসিন সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৩ হাজার টাকা জরিমানা করেছে।
জানা গেছে, রাবেয়া(প্রাঃ) হাসপাতাল সংলগ্ন জাবেদ মেডিকেল হলে অবৈধ পদ্ধতিতে ঔষধ সংরক্ষণ করায় “ঔষধ আইন ১৯৪০ এর ১৮(গ) ধারার অপরাধে ২৭ ধারায় ৭ হাজার টাকা এবং রাফেজা মেডিসিন সেন্টারকে ১৫ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ফরিদপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রসিকিউটর মোঃ বাদল শিকদার, রাজবাড়ী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ নুজহাত মৌ এবং জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক ও রাজবাড়ী সদর থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।