Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ভ্রাম্যমাণ আদালতে রাজবাড়ীর ধাওয়াপাড়ায় দুই বালি উত্তোলনকারীর জরিমানা

॥আশিকুর রহমান॥ রাজবাড়ীতে পদ্মা নদীর চর থেকে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রির দায়ে ২জনকে ২লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ২৭শে ডিসেম্বর বিকেলে সদর উপজেলার ধাওয়াপাড়া ফেরী ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ হাবিব ও মোঃ আরিফুজ্জামান। র‌্যাব ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান জানান, ধাওয়াপাড়া ফেরী ঘাট এলাকায় পদ্মা নদীতে জেগে ওঠা চর থেকে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রি করছিলেন রবিউল ইসলাম ও রাশেদুল ইসলাম রাশি নামে দুই ব্যক্তি। বিকেলে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বালি উত্তোলনকারী ২জনকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ভবিষ্যতে এই ধরণের অপরাধ না করার জন্য তাদের সতর্ক করা হয়।
জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।