Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর বিসিকের মিলে প্রসেস করা আঠাশ চাল বিক্রি হচ্ছে নামীদামী কোম্পানীর বস্তায়॥জরিমানা

রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার বিপুল সিকদারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গতকাল ১০ই ডিসেম্বর বিসিকে অবস্থিত একটি চাল মিলে অভিযান পরিচালনাকালে অধিক মুনাফার জন্য আঠাশ চাল প্রসেস করে বিভিন্ন নামীদামী কোম্পানীর বস্তায় মিনিকেট, পাইজাম ও বাঁশমতি ইত্যাদি নামে চাল বাজারজাত করার অপরাধে চাল ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক এবং একদল ব্যাটালিয়ন আনসার সদস্যসহ সংশ্লিষ্টরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অবিরাম চলবে  -মাতৃকণ্ঠ।