Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বসন্তপুরে অসহায় গরীবদের মধ্যে শাড়ী ও লুঙ্গী বিতরণ

॥রেজাউল করিম/দেবাশীষ বিশ্বাস॥ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল ২৪শে জুন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের দেওয়ান বাড়ীতে গরীব মানুষের মধ্যে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়।
সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিঃ-এর পক্ষে ন্যাশনাল ডিস্ট্রিবিউটর অব জিয়াওমি স্মার্টফোন এর ব্যবস্থাপনা পরিচালক ডি.এম মজিবর রহমান উক্ত শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন। এ সময় এসইবিএলের পরিচালক ইঞ্জিনিয়ার দেওয়ান সেকেন্দার আলী ও মোছাঃ জহুরা খানম, মোছাঃ রোজিনা নার্গিস, দেওয়ান সাজ্জাদুর রহমান কাকন, দেওয়ান আসাদুজ্জামান শুভ, দেওয়ান খাইরুল ইসলাম বিন্দু প্রমুখ উপস্থিত ছিলেন।
শাড়ী-লুঙ্গী বিতরণকালে ডি.এম মজিবর রহমান বলেন, বাঙালী জাতির মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের জন্ম হয়েছিল বলেই আমরা বাঙালীরা স্বাধীনভাবে দেশের উন্নয়নের কাজ করতে পারছি। দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে বিদ্যুৎ নেই সেখানে ইলেক্ট্রো বাংলাদেশ লিঃ কাজ করে যাচ্ছে। সেই সাথে কোয়ালিটি সম্পন্ন স্মার্টফোন সবচেয়ে কম মূল্যে জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে।
অপরদিকে সন্ধ্যায় দেওয়ান বাড়ীর আয়োজনে গতকাল ২৪শে জুন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের পূর্বে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দেওয়ান বাড়ী জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ কামরুল ইসলাম এবং ডি.এম মজিবর রহমান। আলোচনাকালে তিনি বলেন, কঠিন পরিশ্রমের ফলে আমি আজকের এই জায়াগায় এসেছি। কিন্তু আমি আমার গ্রাম আর গ্রামের মানুষকে ভুলে যাই নাই। আজকের এই ইফতার মাহফিল আমার বাবা-মায়ের স্মরণে। আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ কামরুল ইসলাম।